সদ্য স্যামসাং জানিয়েছে যে, তারা ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরার ওপর কাজ করছে। যা দিয়ে তোলা যাবে ১২,০০০x৯,০০০ পিক্সেলে রেজোলিউশনের ফোটো। অর্থাৎ স্যামসাং এর বাজার কাঁপানো ফোনে তোলা ছবির মান হবে ১০৮,০০০,০০০ পিক্সেল।
১০৮ এমপি সেন্সরের ওপর কাজ করছে স্যামসাং। কিন্তু এই ফোনের নাম কি তা এই মুহূর্তে জানা সম্ভব নয়। কিন্তু পূর্ববর্তী রিপোর্ট অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি S11 ফোনে থাকবে পেরিস্কোপ স্টাইল ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি শুটার যার সঙ্গে থাকবে 5X অপটিকাল জুম। আগামী বছরে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে স্যামসাং’র ১০৮ মেগাপিক্সেলের ধামাকাদার ফোন।সূত্র:আইইবি
মনে করা হচ্ছে, ১০৮ এমপি ক্যামেরার অ্যাসপেক্ট রেশিও হবে ৪:৩ অথবা ২০:৯।
আজকের বাজার/লুৎফর রহমান