প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছেন ড. কামাল হোসেন। এছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির প্রস্তাব দিয়েছেন তিনি।
বুধবার (৭ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে তিনি এ প্রস্তাব দেন।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলের নেতৃবৃন্দের সঙ্গে ড. কামালের সংলাপ চলছে। বেলা ১১টার পরে এ বৈঠক শুরু হয়।
তবে এখন পর্যন্ত কোন বিষয়ে সমঝোতায় আসতে পারেনি উভয়পক্ষ।
ড. কামালের লিখিত এসব প্রস্তাবের বিষয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা তাদের বক্তব্য দিয়েছেন।
তারা বলেছেন, সংবিধানের আলোকেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সংবিধানের বাইরে আপনি এসব প্রস্তাব করছেন কেন?
একইসঙ্গে যে উপদেষ্টা পরিষদ গঠন করার কথা বলা হয়েছে, সে নির্দলীয় উপদেষ্টা পরিষদের উপদেষ্টা কারা থাকবেন- এই সদস্যদের নাম বলতে পারেননি প্রস্তাবকারীরা।