ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে আজ সোমবার ৮ কোম্পানির লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ১৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বড় লেনদেন হয়েছে গ্রামীণ ফোনের। কোম্পানিটির ৭৫ হাজার ৩৬০ টি শেয়ার ২ কোটি ৭৪ লাখ টাকা লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক। কোম্পানিটির ৩ লাখ শেয়ার ২ কোটি ১৩ লাখ টাকায় লেনদেন হয়েছে। লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা। কোম্পানিটির ৬৯ হাজার শেয়ার ১ কোটি ৮৪ লাখ টাকায় লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৪৬ হাজার শেয়ার ১ কোটি ৪৬ লাখ টাকায় লেনদেন হয়েছে, আমান ফিডের ১ লাখ ৩৮ হাজার শেয়ার ১ কোটি ৭ লাখ টাকা লেনদেন হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ২৫ হাজার শেয়ার ৬৩ লাখ টাকায়, আফতাব অটোসের ৩০ হাজার শেয়ার ১৬ লাখ টাকায়, বিট্রিশ আমেরিকান টেবাকো কোম্পানির ৪০০ শেয়ার ১৩ লাখ টাকায় লেনদেন হয়েছে।