পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : আইপিডিসি, পপুলাল লাইফ ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, বিডি ফাইন্যান্স, ইস্টার্ন ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, আইএফআইসি ব্যাংক, রবি আজিয়াটা এবং এনআরবিসি ব্যাংক।
কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসির বিকাল ৩টায়, পপুলাল লাইফ ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, ডাচ-বাংলা ব্যাংকের বিকাল ৩টায়, বিডি ফাইন্যান্সের বিকাল সাড়ে ৫টায়, ইস্টার্ন ব্যাংকের দুপুর ২টায়, স্ট্যান্ডার্ড ব্যাংকের বিকাল পৌনে ৩টায়, হাইডেলবার্গ সিমেন্টের বিকাল পৌনে ৩টায়, আইএফআইসি ব্যাংকের বিকাল ৫টায়, রবি আজিয়াটার বিকাল সাড়ে ৪টায় এবং এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।