সদ্য বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ৩৩ দশমিক ১১ শতাংশ ছিল ১০ কোম্পানির দখলে। এর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৯৭৩ কোটি ৭৪ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৪৬ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন করেছে এই ১০ কোম্পানি। শতাংশের দিক থেকে এটি হল ৩৩ দশমিক ১১ শতাংশ।
সূত্র মতে, শীর্ষে অবস্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের দখলে ছিল ডিএসইর মোট লেনদেনের ৮ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৬১ শতাংশ।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এবি ব্যাংক লিমিটেড। এ সময়ে ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৭ শতাংশ ছিল এ কোম্পানির দখলে। এ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ৩০ শতাংশ।
তৃতীয় অবস্থানে থাকা ঢাকা ব্যাংকের দখলে ছিল ৩ দমমিক ৩৭ শতাংশ। এ ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ২ দশমিক ৯০ শতাংশ।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শাহজালাল ইসলামি ব্যাংক ৩ দশমিক ০৪ শতাংশ, স্কয়ার ফার্মাসিটিউক্যালস ২ দশমিক ৯৯ শতাংশ, সিটি ব্যাংক ২ দশমিক ৫৬ শতাংশ, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ২ দশমিক ৪৯ শতাংশ, বিবিএস ক্যাবলস ১ দশমিক ৯৯ শতাংশ, বিডি থাই অ্যালমোনিয়াম ১ দশমিক ৯১ শতাংশ এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের ১ দশমিক ৮৮ শতাংশ।
আজকের বাজার:এলকে/এলকে ২৫ নভেম্বর ২০১৭