বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকে প্রায় ১০ ঘন্টা আলোচনার পর শরণার্থী ইস্যুতে ঐক্যমতে পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা।
শুক্রবার সকালে ২৮ দেশের নেতারা শরণার্থীদের আশ্রয় ও তাদের যাচাই-বাছাইয়ের প্রস্তাবটিতে ঐক্যমত পোষণ করেন। খবর বিবিসি।
খবরে বলা হয়, মূলত আফ্রিকা থেকে শরণার্থীরা ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে। এক্ষেত্রে তাদের প্রবেশপথ থাকে ইতালি। ইতালিই তাই সবচেয়ে বেশি অনড় ছিল এই ইস্যুতে।
বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনের প্রথম দিনেই ইতালি হুমকি দিয়ে বলেছে, শরণার্থী ইস্যুতে তারা সহযোগিতা না পেলে জোটের যৌথ ঘোষণায় তারা ভেটো দেবে। শেষ পর্যন্ত শুক্রবার সকালে সমঝোতায় পৌঁছান ইউরোপীয় নেতারা।
ইউরোপীয় ইউনিয়নের নেতারা জানায়, স্বেচ্ছামূলক ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে নতুন করে শরণার্থী আশ্রয় কেন্দ্র খোলা হবে। এই কেন্দ্রগুলোতে কারা সত্যিকারের শরণার্থী ও কারা অনিয়মিত শরণার্থী তা যাচাই-বাছাই করা হবে। সেখান থেকেই অনিয়মিত শরণার্থীদের ফেরত পাঠানো হবে।
ব্রাসেলসে বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ‘ইউরোপীয় সহযোগিতা একে সম্ভব করেছে।’
ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ কন্তে বলেন, আজ ইতালি একা নয়। এই সম্মেলনের পর ইউরোপ আরও একত্ব ও দায়িত্বশীল হয়ে উঠেছে।
শরণার্থী প্রবেশ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সীমান্তে কঠোর প্রহরা এবং তুর্কি, মরক্কো ও উত্তর আফ্রিকার দেশগুলোকে আরো বেশি আর্থিক সহযোগিতা দেওয়ার বিষয়েও একমত হয়েছেন ২৮ টি দেশের নেতারা।
আজকের বাজার/এমএইচ