সম্প্রতি, প্রাইম ব্যাংকের উদ্যোগে টাঙ্গাইলে ১০ টাকার হিসাবধারীদের মাঝে চেকবই ও ঋণ বিতরণ করা হয়।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোঃ তৌহিদুল আলম খান ‘সোসাইটি ফর সোস্যাল সার্ভিস’ (এসএসএস) এর মাধ্যমে আর্থিক অন্তর্ভূক্তি কার্যক্রমের আওতায় দশ (১০) টাকার হিসাবধারীদের মাঝে এই চেকবই ও ঋণ বিতরণ করেন।
এসময় সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস) এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল হামিদ ভূইয়া এবং প্রাইম ব্যাংকের ইভিপি ও সেগমেন্ট-২ (সিবিডি)এর প্রধান-সৈয়দ নাজমুল হক, এসএভিপি ও আর এম কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন-এ কেএম খাইরুল বাসার, এসএভিপি ও এগ্রিকালচার সাপোর্ট ডিভিশনের প্রধান-মোঃ এমদাদ হোসেন এবং টাঙ্গাইল শাখার প্রধান মোঃ শাহাদাত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্তমান সরকার গত বছর প্রান্তিক কৃষক ও জনগনকে ব্যাংকিং সেক্টরের আওতায় নিয়ে আসতে ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলার কার্যক্রম চালু করে। এতে করে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার পাশাপাশি নিশ্চয়তা আসবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
আজকের বাজার: সালি / ১ জুনুয়ারি ২০১৮