১০ টাকা অভিহিত মূল্যে বিএসসির শেয়ার লেনদেন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) আজ ১ জুন বৃহস্পতিবার ১০ টাকা অভিহিত মূল্য লেনদেন শুরু করেছে। প্রথম দেড় ঘণ্টায় কোম্পানিটির ১৫ লাখ ২৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৩ মে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়।

১০ টাকা ফেস ভ্যালুতে লেনদেন শেয়ারের অ্যাডজাস্ট ওপেন প্রাইস ছিল ৬১ টাকা ৪০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারটি ৫৯ টাকা ৩০ পয়সা থেকে ৬৩ পয়সার মধ্যে উঠা-নামা করে।

এসময়ে ১ হাজার ৯৬০ বারে ১৫ লাখ ৪৬ হাজার শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৯ কোটি ৩৮ লাখ টাকা।

আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭