রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছুদের লটারি আগামী ১০ ডিসেম্বর শুরু হবে, চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। সেলক্ষে আজ বুধবার প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে প্রায় ৯ হাজার আবেদন নির্বাচন করা হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয় গত ২৫ অক্টোবর। অনলাইনে আবেদন চলে ১ নভেম্বর পর্যন্ত। আবেদন শেষে আজ প্রাথমিক বাছাইয়ের ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ।
জানা গেছে, প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাস বেইলিরোডসহ বসুন্ধারা, ধামমন্ডি ও আজিমপুর ক্যাম্পাসে প্রথম শ্রেণির দিবা-প্রভাতি শাখায় বাংলা ও ইংলিশ ভার্সনে প্রায় ১ হাজার ২০০টি শূন্য আসন রয়েছে। এসব আসনের বিপরীতে ভর্তির জন্য আবেদন করে ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী। সেখান থেকে প্রাথমিক যাচাই-বাছাই করে প্রায় ৯ হাজার আবেদনকারীকে নির্বাচন করা হয়েছে। প্রাথমিক নির্বাচিতদের তালিকা আজ নোর্টিস বোর্ডে টাঙানো হয়।
ভর্তি সংক্রান্ত বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন রহমান ‘ভারপ্রাপ্ত’ বলেন, প্রথম শ্রেণির ভর্তি লটারি আগামী ১০, ১১, ১২ ও ১৩ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মূল ক্যাম্পাসে (বেইলিরোড) অনুষ্ঠিত হবে। উন্মুক্ত লটারি কার্যক্রম তদারকি ও পর্যবেক্ষনের জন্য সরকারি প্রতিনিধি চেয়ে গত ৩ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ‘মাউশি’ আবেদন করা হয়েছে।
প্রতিষ্ঠানের সব শাখাতে আসন সংখ্যার ব্যাপরে তিনি বলেন, প্রথম শ্রেণির আসন সংখ্যা এখনো ঘোষণা করা হয়নি। লটারির দিন সকল শাখার আসন ঘোষণা করা হবে। সে সব আসনের প্রেক্ষিতে লটারি অনুষ্ঠিত হবে।
এদিকে জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানান অধ্যক্ষ নাজনীন রহমান।
আজকের বাজার: আরএম/ সালি, ০৬ ডিসেম্বর ২০১৭