ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান ওরফে শফিকুলকে ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুের করেছেন আদালত।
বৃহস্পতিবার সিলেটের মহানগর হাকিম হরিদাশ কুমারের আদালতে হাজির করা হলে রিমান্ড শুনানি করে তিনি এ আদেশ দেন।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, আমরা মহামান্য আদালতের কাছে ফয়জুলের ১০ দিনের রিমান্ড চাইলে আদালত সেটি মঞ্জুর করেছেন।
গত ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ছুরি নিয়ে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালায় মাদ্রাসা ছাত্র ফয়জুল। ঘটনার পরপরই তাকে ধরে পিটুনি দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
র্যাবের জিজ্ঞাসাবাদে ফয়জুল বলেছে, জাফর ইকবাল ‘ইসলামের শত্রু’। এ কারণেই তাকে হত্যার উদ্দেশ্যে সে হামলা করেছে।
এমআর/