করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা সশরীরে গিয়ে কমপক্ষে ১০ দিন অফিস করলেই বিশেষ প্রণোদনা ভাতা পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেমাবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ ছুটির সময় কমপক্ষে ১০ দিন অফিস করলে তা পূর্ণমাস হিসেবে গণ্য হবে। ব্যাংকের স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিক সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এ সুবিধা পাবেন। তবে, অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীরা মাসিক মোট বেতন-ভাতার ৬৫ শতাংশ মাসিক বিশেষ প্রণোদনা ভাতা হিসেবে পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব ক্ষেত্রেই এ বিশেষ প্রণোদনা ভাতার পরিমাণ মাসিক ন্যূনতম ৩০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ টাকা হবে। বাংলাদেশ ব্যাংকের ওই বিজ্ঞপ্তি জানায়, আর কেউ ১০ দিনের কম অফিস করলে সে ক্ষেত্রে আনুপাতিক হারে উক্ত ভাতা পাবেন। সাধারণ ছুটি শুরু হওয়ার তারিখ থেকে মাস গণনা শুরু হবে। প্রতি ৩০ দিন পর পুনরায় নতুন মাস গণনা হবে। সূত্র্র-ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার