২০১৬ সালে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের উপস্থিতি রেকর্ড পরিমাণ পর্যায়ে পৌঁছেছে। গত ১০ বছরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা ৫০ শতাংশ বেড়েছে বলে এক বুলেটিনে জানিয়েছে বিশ্বের আবহাওয়াবিষয়ক সংস্থা (ডব্লিউএমও)। তাছাড়া গত ৭০ বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির পরিমাণ প্রায় ১০০ গুণ বেড়েছে বলেও প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনুষ্য সৃষ্ট কারণের পাশাপাশি এল নিনোর প্রভাবকেও দায়ী করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। বিশ্বের কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা এমন একটা পর্যায়ে গিয়েছে পৌঁছেছে যা গত ৮ লাখ বছরে দেখা যায়নি। গবেষকরা কার্বন ডাই অক্সাইডের পাশাপাশি অন্যান্য ক্ষতিকর গ্যাস যেমন মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদির অস্তিত্বও পেয়েছেন।
ডব্লিউএমও এ বছর ৫১টি দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে গ্রিনহাউজ গ্যাস বুলেটিনটি তৈরি করেছে।
প্রতিবেদনে জানা যায়, ২০১৬ সালে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির গড় ৪০৩ দশমিক ৩ পার্টস পার মিলিয়ন বা (পিপিএম); যা আগের বছর ৪০০ পিপিএম ছিল। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি বেড়েছিল গত এল নিনোর সময়, ১৯৯৭-১৯৯৮ সালে। এ বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৭ পিপিএম কিন্তু এখন সেই বৃদ্ধির হার ৩ দশমিক ৩ পিপিএম। গত ১০ বছরের বৃদ্ধির গড় থেকে এটি ৫০ শতাংশ বেশি।
ডব্লিউএমও’র বৈশ্বিক বায়ুমণ্ডল পর্যবেক্ষণ কর্মসূচির প্রধান ওকসানা তারাসোভা বিবিসিকে বলেন, ৩০ বছরে আমাদের দেখা সবচেয়ে বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির ঘটনা এটি।
আজকের বাজার:এলকে/এলকে ৩০ অক্টোবর ২০১৭