রাধানীর দুই সিটি করপোরেশনের প্রায় ৪০০ কিলোমিটার ফুটপাত গত ১০ বছরে সংস্কার করা হয়েছে বলে মঙ্গলবার জাতীয় সংসদে এক পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৯৩.৭১ কিমি ফুটপাত এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২১২ কিমি ফুটপাত গত ১০ বছরে সংস্কার করা হয়েছে।
সরকার দলীয় সংসদ সদস্য এম আব্দুল লতিফের (চট্টগ্রাম-১১) করা এক লিখিত প্রশ্নের জবাবে এ পরিসংখ্যান তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, সংস্কার করা ফুটপাতে দৃষ্টিশক্তিহীন ব্যক্তি-বান্ধব টাইলস লাগানো হয়েছে। গত তিন বছরে ডিএসসিসিতে ৬৩.৫৮ কিমি এবং ডিএনসিসিতে ৮০ কিমি ফুটপাত সংস্কার করা হয়েছে।
তিনি বলেন, ঢাকা শহরে ডিএসসিসি এবং ডিএনসিসি নিয়মিত ফুটপাতের উন্নয়ন ও সংস্কার করছে। ‘এটা চলমান প্রক্রিয়া,’ বলেন তাজুল। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ