বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘিতে মৎস্য শিকারির বড়শিতে দীর্ঘ ১০ বছর পর ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে মাছটি দিঘির পাড়ে তোলা হয়েছে। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বরগুনার কলেজ রোড এলাকার বাসিন্দা ও শৌখিন মৎস্য শিকারি বাপ্পী সরদার জানান, বৃহস্পতিবার বিকেল থেকে তিনি ও তার বন্ধুরা টিকিট কিনে বড়শি দিয়ে মাছ শিকারে অংশগ্রহণ করেন। শুক্রবার সন্ধ্যার পর তার বড়শিতে মাছটি আটকা পড়ে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মাছটি দিঘির পাড়ে আনার পর পুরো দিঘি এলাকায় বেশ হইচই পড়ে যায়।
তিনি আরো জানান, পরবর্তীতে মাছটি ওজন করে দেখা গেছে ৩০ কেজির একটু বেশি হবে। গত ১০ বছরে দুর্গাসাগর দিঘিতে এত বেশি ওজনের বড় মাছ পাওয়া যায়নি। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান