‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির মাধ্যমে সব রেকর্ড ভেঙেছেন সালমান খান। প্রাক্তন বান্ধবী ক্যাটরিনা কাইফের সঙ্গে যেভাবে ওই ছবিতে তার জমাটি রসায়ন দেখা গিয়েছে, তা দেখে বেশ অবাকই হয়েছেন দর্শক।
জি নিউজ এক প্রতিবেদনে জানায়, এবার ক্যাটরিনা কাইফ নন, প্রিয়াঙ্কার চোপড়ার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সালমান খান।
প্রতিবেদনে বলা হয়, পরিচালক আলি আব্বাস জাফরের ‘ভারত’ ছবিতে সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে, ‘কোয়ানটিকো’-র শুটিং শেষ করে আলি আব্বাস জাফরের ওই ছবি দিয়ে ফের বলিউডের জমিয়ে বসতে চাইছেন পিগি চপস।
প্রায় ৩ বছর ধরে হলিউডে নিজের ক্যারিয়ার গড়ছেন প্রিয়াঙ্কা। কিন্তু এবার ‘কোয়ানটিকো’র শুটিং শেষ করে বলিউডে কামব্যাক করছেন প্রিয়াঙ্কা।
‘মুঝসে শাদি করোগি, ‘সালাম-এ-ইসক’, ‘গড তুসসি গ্রেট হো’ পর পর ৩টি ছবিতে সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এরপর কেটে গেছে ১০ বছর।
সালমানের সঙ্গে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। কিন্তু এবার সালমান এবং পিগির দর্শকদের মুখে হাসি ফুটবে। কারণ বলিউড ‘ভাইজান’-এর সঙ্গে এবার যে আবার দেখা যাবে প্রিয়াঙ্কাকে। চলতি বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে ‘ভারত’ ছবির শুটিং।
এস/