চিকিৎসা ও জীবিকার ব্যয় নির্বাহের জন্য ১০ ব্যক্তিকে ২.০৭ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের কাছে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন শেখ হাসিনা।
যারা আর্থিক সহায়তা পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ব্যক্তি।
চেক বিতরণের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ভাষণ লেখক মো. নজরুল ইসলাম। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ