১০ মার্চের রাশিফল: যেমন যাবে আজকের দিন

আজ ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার। রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

সম্ভাবনা রয়েছে। বন্ধুদের কাছ থেকে সাবধান থাকুন। তাদের প্ররোচনায় বিপদে পড়ার শঙ্কা রয়েছে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

আলোচনায় আজ কাজ না হলে বিষয়টা স্থগিত রাখা উচিত, মাথা ঠান্ডা রাখতে হবে বিবাদ এড়ানোর জন্য। শত্রুরা চারদিকে চক্রান্তে লিপ্ত রয়েছে। আজকে বেসরকারি চাকরি প্রার্থীদের জন্য শুভ দিন। নিজের ভুলের জন্য কারো কারো মনও ভাঙতে পারে।

মিথুন (২২ মে – ২১ জুন)

কাজের চূড়ান্ত ব্যস্ততার মাঝে নিজেকে সময় দিতে হবে, না হলে কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। বিয়ের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে পারেন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

আজ যশোবৃদ্ধি হবে, যুক্তির বদলে সিদ্ধান্ত নেয়ার সময়ে মনের কথা শুনে চলা উচিত হবে। আর্থিক যোগ রয়েছে। বিদেশে গমন শুভ।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)

আজ অন্যদের নিজের দিকে টেনে আনতে হবে, তবে কর্তৃত্বমূলক মনোভাব অবলম্বনে সমস্যা বাড়বে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

একগুঁয়েমি আজ সমস্যা বাড়িয়ে তুলবে, তাই সবার সঙ্গে আলোচনা করে কাজ মেটাতে হবে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

আবেগপ্রবণতা, বেফাঁস মন্তব্য প্রিয়জনকে আঘাত দেবে, তাই আজ নিজেকে সামলে রাখতে হবে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

আজ প্রতিশ্রুতি রক্ষার দিন, তাই সব দিক ছেড়ে শুধু কাজের প্রতি নজর রাখতে হবে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

কর্মক্ষেত্রে পরিশ্রমের সুফল মিলবে আজ, ব্যক্তিগত লক্ষ্যপূরণের সব অসুবিধাও দূর হবে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

উচ্চাকাঙ্ক্ষা আজ ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলবে, স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া দরকার।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কাজ এবং স্বাস্থ্যের মধ্যে এবার ভারসাম্য রক্ষা করা প্রয়োজন, ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শ পথ দেখাবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

অতীতের সমস্যা কাটিয়ে এবার ব্যক্তিগত সম্পর্ক ঠিক করার সময় এসেছে, নিজেকেও সময় দিতে হবে। খবর-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান