১০ মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে স্বাস্থ্যকর্মীরা

১০ মাস ধরে বেতন না পাওয়ায় সুনামগঞ্জে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন ২৩৪ জন স্বাস্থ্যকর্মী।
সকাল থেকে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে ১১উপজেলার সরকারি স্বাস্থ্যকমপ্লেক্সের এসব স্বাস্থ্যকর্মী অবস্থান কর্মসুচি শুরু করেন। এসময় তারা গত বছরের জুন মাস থেকে বেতনভাতা বন্ধ থাকার অভিযোগ করেন।

করোনা সংকটকালেও বেতন দেয় হচ্ছেনা উল্লেখ করে দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তারা। বর্তমানে কাজের বিনিময়ে কোন পারিশ্রমিক না থাকায় মানবেতর জীবন যাপন করছেন আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত এসব স্বাস্থ্যকর্মী।

পুলিশ অনুরোধ করলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।