ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) কার্ড ব্যবহারের মাধ্যমে ইলেক্ট্রনিক কমার্স (ই-কমার্স) সাইটগুলোতে কেনাকাটায় পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) এটিএম কার্ড ব্যবহার করে ই-কমার্স সাইটের কেনাকাটায় লেনদেন হয়েছে ৫৮৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের এটিএম কার্ডের ব্যবহার বিষয়ক সর্বশেষ পরিসংখ্যান প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে আরও জানানো হয়েছে, গত ২০১৫-১৬ অর্থবছরে এটিএম কার্ড ব্যবহার করে ই-কমার্স সাইটের কেনাবেচায় লেনদেন হয়েছিল ৩৮২ কোটি টাকা।
অর্থাৎ ২০১৫-১৬ অর্থবছরে এটিএম কার্ড ব্যবহার করে ই-কমার্স সাইটের কেনাবেচায় লেনদেন ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১০ মাসেই অতিক্রম হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিভিন্ন ধরনের এটিএম কার্ডের মধ্যে বর্তমানে ই-কমার্সের কেনাকাটায় নেতৃত্ব দিচ্ছে ক্রেডিট কার্ড। এছাড়া বিভিন্ন ই-কমার্স সাইটে ডেবিট কার্ডের মাধ্যমেও কেনাকাটার সুযোগ পাচ্ছেন ভোক্তারা।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১১ জুলাই ২০১৭