১০ মাসে অনলাইন ব্যাংকিংয়ে ২৮৮৫৪ কোটি টাকার লেনদেন

সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-এপ্রিল মেয়াদে (প্রথম ১০ মাসে) ইন্টারনেট বা অনলাইন ব্যাংকিংয়ে মোট ২৮ হাজার ৮৫৪ কোটি টাকা লেনদেন হয়েছে। যা এর আগের অর্থবছরের একই সময়ে অনলাইন ব্যাংকিংয়ে লেনদেনের তুলনায় ১৩ দশমিক ০৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের অনলাইন ব্যাংকিং বিষয়ক সর্বশেষ পরিসংখ্যান প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে আরও জানানো হয়েছে, গত ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-এপ্রিল মেয়াদ ইন্টারনেট ব্যাংকিংয়ে ২৫ হাজার ৫২৪ কোটি টাকা লেনদেন হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৭ সালের প্রথম ৪ মাসে (জানুয়ারি-এপ্রিল মেয়াদে) ইন্টারনেট বা অনলাইন ব্যাংকিংয়ে মোট ১২ হাজার ১৮৩ কোটি টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে শুধু এপ্রিল মাসে ৩ হাজার ১১ কোটি টাকা লেনদেন হয়েছে। ২০১৬ সালের এপ্রিল মাসে ইন্টারনেট ব্যাংকিংয়ে ৭ হাজার ২৫৯ কোটি টাকা লেনদেন হয়েছিল।

প্রসঙ্গত, ওয়েব ব্যাংকিং নামেও পরিচিত ইন্টারনেট ব্যাংকিং। ব্যাংকের নির্দিষ্ট শাখার অধীনে অনলাইন বা ইন্টারনেট হিসাব চালানো যায়। তবে এই মাধ্যমে লেনদেনের জন্য ব্যাংকের শাখায় যাওয়ার প্রয়োজন পড়ে না। প্রথাগত পদ্ধতির বাইরে মোবাইল বা কম্পিউটারের সাহায্যে ইন্টারনেট ব্যাংকিং করা হয়।

আজকের বাজার:এলকে/ এলকে/ ০৯ জুলাই ২০১৭