ভারতের দক্ষিণের ছবির জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। বলিউডের ছবিতেও অভিনয় করেছেন এই নায়িকা। নিজের রূপ সৌন্দর্য্য দিয়ে মাত করেছেন ভক্তদের। অভিনয় দিয়ে জয় করেছেন সমালোচকদের হৃদয়। তাই তামান্নার কদর একটু বেশি। সেই সূত্রে নায়িকা নিজের পারিশ্রমিকটাও হাকিয়ে দেন আকাশ চুম্বি।
টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে হৃতিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুন ধাওয়ানদের সঙ্গে পারফর্ম করেছেন তিনি। আর এজন্য তিনি নিলেন ৫০ লাখ রুপি।
জানা গেছে, উদ্বোধনীতে তামান্না তামিল, তেলেগু, কর্ণাটকের জনপ্রিয় গানের তালে নাচ করেন। সব মিলিয়ে তার নাচ হয়েছে ১০ মিনিট। আর এই ১০ মিনিট নাচার জন্য তাকে দিতে হয়েছে ৫০ লাখ রুপি।
এস/