ক্যামেরুনের প্রধানমন্ত্রী জোসেফ ডিওন নগাতে শুক্রবার বলেছেন, মহামারি করোনাভাইরাসে আফ্রিকা মহাদেশের ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম ক্যামেরুন ‘অতি দ্রুত’ ১০ লাখেরও বেশি কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ হাতে পেতে যাচ্ছে। খবর এএফপি’র।
দেশটির মহামারি সংক্রান্ত পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে ডিওন নগাতে রাষ্ট্রীয় বেতার কেন্দ্রকে বলেন, ‘১০ লাখেরও বেশি ভ্যাকসিন ডোজ খুব শিগগিরই পাওয়া যাবে।’
তবে তারা কবে নাগাদ এসব ভ্যাকসিন হাতে পেতে যাচ্ছে সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলেননি।
ডিওন টিকা নিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানালেও তিনি বলেন, ভ্যাকসিন কর্মসূচি স্বেচ্ছাধীন হবে।
তিনি আরো বলেন, ‘এক সপ্তাহে তিন হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে ক্যামেরুনে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩৮ হাজার ৯৮৮ জনে দাঁড়ালো।’
খবরে বলা হয়, দুই কোটি ৬০ লাখ জনসংখ্যার দেশ ক্যামেরুনে এ পর্যন্ত করোনায় ৫৮৮ জনের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী কোভিড-১৯ মোকাবেলায় নেয়া বিভিন্ন পদক্ষেপ মেনে চলার ব্যাপারে দেশের জনগণের ‘শৈথিল্য’ মনোভাবের সমালোচনা করে বলেন, জন সমাগমস্থলে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক এবং ৫০ জনের বেশি মানুষ একত্রিত হওয়া নিষিদ্ধ করা হয়েছে।
ডিওন নগাতে আরো বলেন, ক্যামেরুনের স্থল, সমুদ্র ও আকাশ সীমান্ত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ অব্যাহত থাকবে।