১০ লাখ ইয়াবা ও দেড় হাজার বিয়ার ক্যান ধ্বংস

১০ লাখ ৫ হাজার ১১৫ পিস ইয়াবা, ১ হাজার ৫৪৯ ক্যান বিয়ার , ১৯৬ বোতল মদ, ৩৯ লিটার চোলাই মদ ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী।

রোববার (১৩ মে) দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রামের কোস্ট গার্ড বেইসে এগুলো ধ্বংস করে কোস্ট গার্ড বাহিনী।

সহকারী গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ বলেন, মাদকদ্রব্যগুলো ২০১৭ সাল থেকে উদ্ধার করা হয়। এ সময় সেখানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, কোস্ট গার্ড বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, কোস্ট গার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ও চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

আজকের বাজার/আরআইএস