রংপুর ও আশপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। প্রায় ১০ সেকেন্ড স্থায়ী হয় এ ভূমিকম্প।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূকম্পনের উৎপত্তি ভারতের আসামে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক। তবে এতে জেলার কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
জানা গেছে, খুব অল্প সময়ের জন্য ভূমিকম্পন অনুভূত হয়েছে। এর স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। এতে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আজকের বাজার/এমএইচ