করোনাভাইরাস প্রতিরোধে গরিব ও খেটে খাওয়া মানুষের আয় বন্ধ হয়ে যাওয়ায় ১০ হাজার পরিবারকে শনিবার থেকে খাদ্য সহায়তা দেয়া শুরু করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। দুপুরে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দুদর্শাগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল বিতরণ করেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী।
তিনি জানান, ১৩ উপজেলায় ১০ হাজার হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। এর জন্য ১০ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। সদর উপজেলায় ৯০০ পরিবারকে এ সহায়তা দেয়া হচ্ছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. কাদির মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান মামুন, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার ও মাসুমা আক্তার উপস্থিত ছিলেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান