বোল্ট-থম্পসনের ব্যর্থতার পর জ্যামাইকানদের প্রথম সাফল্যের নায়ক এখন ম্যাকলাউড। এ বছর একমাত্র প্রতিযোগী হিসেবে ১৩ সেকেন্ডের নিচে টাইমিং করেছেন, তবু দুই সতীর্থ উসাইন বোল্ট ও এলেইন থম্পসন এর ব্যর্থতায় বাড়তি একটা চাপ এসে পড়েছিল। সেটিকে উড়িয়ে দিয়ে পরশু ছেলেদের ১১০ মিটার হার্ডলসে জিতলেন ২৩ বছর বয়সী জ্যামাইকান ম্যাকলাউড। লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশকে এনে দিলেন প্রথম সোনা।
‘প্রথম’ বলেই কিনা, মনে হলো এদিন জয়ের পর একটু বেশিই উচ্ছ্বসিত ছিলেন ম্যাকলাউড। জয়টা উৎসর্গ করলেন মা এবং উসাইন বোল্টকে, ‘মা গ্যালারিতে বসে দৌড় দেখছেন, তাই আজ রাতে জিততেই হতো আমাকে। এই জয় আমার মাকে উৎসর্গ করলাম।’ এরপরই ম্যাকলাউড টেনে আনলেন বোল্টকে, ‘উসাইন বোল্ট এখনো কিংবদন্তি। এটা তোমার জন্যও। জ্যামাইকার অ্যাথলেটিকসে তাঁর যে অবদান, এমন শ্রদ্ধাটা তাঁর প্রাপ্যই।’
গত বছর রিওতে উসাইন-থম্পসন জিতেছিলেন, আমি সেটিকে (নিজেকে উদ্দীপিত করার) কাজে লাগিয়েছি। এবার পরিস্থিতি ছিল পুরোপুরি ভিন্ন। তাই আমি মনেপ্রাণে নিজের আলোতে জ্বলে উঠতে চেয়েছি।’
চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া রুশ শুবেনকভ রুপা জিতেছেন ১৩.১৪ সেকেন্ড সময় নিয়ে। ১৩.৩১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন হাঙ্গেরির বালাস বাজি। ট্র্যাকে ছিলেন এই ইভেন্টে ১২.৮০ সেকেন্ডের বিশ্ব রেকর্ড যাঁর, সেই অ্যারিস মেরিটও। তবে পঞ্চম হয়েছেন আমেরিকান মেরিট।
আজকের বাজার: সালি / ৮ আগস্ট ২০১৭