বিশ্বের ১১৮টি দেশে বাংলাদেশে উৎপাদিত পাটপণ্য রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক। ৩১ মে বুধবার জাতীয় সংসদে বেগম হোসেন আরা লুৎফা ডালিয়ার (মহিলা আসন-৩) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, এসব পাটপণ্য হলো-মিনারেল ওয়েল ট্রিটেড অয়েলট্রিটেড হেসিয়ান কাপড় এবং ব্যাগ, হল-মিনারেল ওয়েল ট্রিটেড ও ভেজিটেবল অয়েলট্রিটেড স্যাকিং কাপড় এবং ব্যাগ, সয়েল সেভার বা জিও জুট, পাটের বিভিন্ন প্রকারের সুতা, সিবিসি এবং পাটের শপিং ব্যাগ।
দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি অর্থবছরে বিজেএমসির পাটগুলোতে পাটপণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মোট ২,৫৬,৪৬২ মেট্রিক টন। এই লক্ষ্যমাত্রা গিত অর্থ বছরের তুলনায় ৭৭১৮ মেট্রিক টন কম।
আজকের বাজার:এলকে/এলকে/৩১ মে ২০১৭