১১ অতিরিক্ত সচিবের দপ্তর বদল হয়েছে। ৩ অক্টোবর মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক পৃথক প্রজ্ঞাপনে ১১ অতিরিক্ত সচিবের দপ্তর বদলের প্রজ্ঞাপন জারি করেছে।
জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে- অর্থবিভাগের অতিরিক্ত সচিব জালাল আহমেদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব; বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের মহাপরিচালক ড. দিলীপ কুমার সাহাকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব; জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ তালুকদারকে অর্থবিভাগের অতিরিক্ত সচিব; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহাকে অর্থবিভাগের অতিরিক্ত সচিব; জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজ উদ্দিন আহমদেকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব; বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য মিজানুর রহমানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে- ভূমি আপিল বোর্ডের সদস্য কবির মো. আশরাফ আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নুমেরী জামান স্বাক্ষরিত পৃথক আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেমায়েত হোসেনকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য; জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব স্বপন কুমার বড়ালকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব; জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ করে তাকে মন্ত্রিপরিষদ বিভাগে; প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক সঞ্জয় কুমার চৌধুরীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে ৩ অক্টোবর ২০১৭