প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে যে ১১টি অভিযোগ উঠেছে সেগুলোর সুরাহা না হওয়া পর্যন্ত, তিনি তার চেয়ারে বসতে পারবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
১৫ অক্টোবর রোববার সচিবালয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটি ও দেশ ত্যাগ নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী এসময় বলেন, অভিযোগগুলোর হয়তো তদন্তও হবে। তারপরই হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, প্রধান বিচারপতির বিষয়ে তাড়াহুড়া করে কোনো ব্যবস্থা নেওয়া ঠিক হবে না। তার দুর্নীতির বিষয়ে আইনের নিয়ম মেনে চলা হবে।
এ সময় সুপ্রিম কোর্ট প্রশাসনে পরিবর্তনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এখতিয়ার প্রসঙ্গে প্রধান বিচারপতির বক্তব্য আইন সমন্মত নয় বলেও উল্লেখ করেন মন্ত্রী।
‘আমি সুস্থ আছি’ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অস্ট্রেলিয়া যাওয়ার প্রাক্কালে দেওয়া এমন লিখিত বিবৃতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি সম্পূর্ণ সুস্থ বলে উল্লেখ করায় আমরা হতভম্ব। তিনি অসুস্থতার কথা বর্ণনা করে চিঠি দেয়ার ৭ দিন পর আবার জানালেন তিনি সুস্থ। কিন্তু অসুস্থতার কথা বলে তিনি যে চিঠি দিয়েছেন সে তারিখেই দেশ ত্যাগ করেছেন। এ নিয়ে কোনো বিতর্ক হওয়ার যুক্তিসঙ্গত কোনো কারণ ছিল না।
আইনমন্ত্রী বলেন, প্রধান বিভারপতি সুরেন্দ্র কুমার সিনাহা ১০ অক্টোবর ব্যক্তিগত সহকারীর মাধ্যমে একটি চিঠি পাঠান। সেখানে তার একান্ত সচিব বলেন, প্রধান বিচারপতি দীর্ঘদিন ধরে কাজ করায় মানসিকভাবে অবসাদগ্রস্ত। এজন্য তিনি অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ভ্রমণে যেতে চান। এই দুই চিঠি পাওয়ার পর পদক্ষেপ নিয়েছি। জিও করতে হয় তাই করেছি।
প্রধান বিচারপতির চিঠির পর আমাদের কোনও সন্দেহের উদ্বেগ হয়নি জানিয়ে আনিসুল হক বলেন, তাই যে কাজ করা উচিত তাই করেছি। রাষ্ট্রপতিকে চিঠি পৌঁছে দিয়েছি। এরপর রাষ্ট্রপতি বিচারপতি ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করেন। আমার মনে হয় এই নিয়ে বিতর্কের কোনো কারণ ছিল না। কিছু কিছু রাজনৈতিক মহল ইস্যু না থাকায় ইস্যু তৈরির চেষ্টা করছে মাত্র।
আজকের বাজার:এলকে/এলকে ১৫ অক্টোবর ২০১৭