১১ খেলোয়াড় করোনভাইরাসে আক্রান্ত হওয়ায় অনুশীলনের ব্যাপারে সতর্ক করলেন সিরি-এ চিকিৎসকরা

আরো চার খেলোয়াড় করোনভাইরাসে আক্রান্ত হওয়ায় অনুশীলনের ব্যপারে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিরি-এ চিকিৎসকরা। এই নিয়ে ইতালিতে সিরি-এ লিগের ১১জন খেলোয়াড়ের দেহে এই ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফিওরেন্তিনার প্যাট্রিক কাটরোন ও জার্মান পেজ্জেলার দেহে ভাইরাস পজিটিভ এসেছে বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে। এছাড়া সাম্পদোরিয়ার ইতালিয়ান মিডফিল্ডার ফ্যাবিও দেপাওলি ও পোলিশ ডিফেন্ডার বারটোস বেরেসিজিন্সকির দেহেও করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে।

সিরি-এ চিকিৎসকরা বিষয়টি বেশ গুরুত্বের সাথে বিবেচনা করছে। একইসাথে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত খেলোয়াড়দের একসাথে অনুশীলন থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন।এর আগে শুক্রবার চারজন ফিওরেন্তিনার খেলোয়াড়ের দেহে করোনাভাইরাসের সংক্রমন ধরা পড়ে। ইতালিয়ান সিরি-এ লিগের প্রথম খেলোয়াড় হিসেবে সপ্তাহের শুরুতে জুভেন্টাসের ডিফেন্ডার ড্যানিয়েল রুগানির করোনাভাইরাসে আক্রান্ত হবার পর একের পর এক খেলোয়াড় নতুনভাবে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে সাম্পদোরিয়ার সর্বমোট সাতজনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে

সিরি-এ লিগসহ ইতালিতে ইতোমধ্যেই সব ধরনের ক্রীড়া আসর আগামী ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। কিন্তু ইতালিয়ান প্লেয়ার্স এসোসিয়েশন (এআইসি) শনিবার এক বিবৃতিতে দাবী জানিয়েছে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে কিছু কিছু ক্লাব খেলোয়াড়দের অনুশীলনে আসতে বাধ্য করছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত ইতালিয়ান সরকার গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৪৯৭ জনের দেহে করোনভাইরাসের সংক্রমন চিহ্নিত করেছে। সব মিলিয়ে ইতালিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২১,১৫৭ যার মধ্যে মৃত্যু হয়েছে ১৪৪১ জনের। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান