পুঁজিবাজারে এসএমই প্লাটফর্মের তালিকাভুক্ত নতুন কোম্পানি ওয়েব কোটস পিএলসির শেয়ারের লেনদেন সোমবার থেকে শুরু করেছে। এদিন কোম্পানিটির শেয়ারটি ১১ টাকায় লেনদেন শুরু হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ডিএসই, ট্রেডিং কোড “ওয়েবকোটস” এবং কোম্পানি কোড “পেপার ও প্রিন্টিং” সেক্টরের অধীনে ” ৭৯০০১”।
এর আগে কোম্পানিটির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণ শুরু হয় গত ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে এবং শেষ হয় ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ বিকেল সাড়ে ৪টায়।
এর আগে গত ৫ ডিসেম্বর বিএসইসির ৮৯০তম কমিশন সভায় কোম্পানির কিউআইও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ রুলস, ২০২২ অনুযায়ী- ওয়েব কোটস পিএলসি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করবে। প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে কিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে।
কিউআইওর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, কার্যকরী মূলধন, ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।