ঈদে বেশি ভাড়া আদায়ের অভিযোগে অনেক পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত ১১ দিনে এসব পরিবহন থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনা রোধে মহাসড়কে ছোট যান নিয়ন্ত্রণে বিকল্প চিন্তা করাও হচ্ছে বলে জানান তিনি।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
অতিরিক্ত ভাড়া আদায় হয়েছে স্বীকার করে মন্ত্রী বলেন, ‘আমাদের আরও অনেকদূর যেতে হবে। সেটা হলো শৃঙ্খলার বিষয়টা। অতিরিক্ত ভাড়া আদায়ও হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে জরিমানাও হয়েছে।’
যেসব পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করেছে তাদের মামলা দিয়ে সতর্ক করা হয়েছে বলে তিনি আরও জানান।
এ সময় ওবায়দুল কাদের পরিবহনের নাম উল্লেখ করে বলেন, ‘কতগুলো মল্লিক পরিবহন, একুশে, হিমাচল, মিয়ামি, তৃষা, রয়েল, স্টার-লাইন, মনোহরদী এসব পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। বিআরটিএ এর মোবাইল কোর্ট বিষয়টা দেখেছে। পাঁচ লাখ ২৫৫টি মামলা থেকে পাঁচ লাখ ২৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গতকাল পর্যন্ত মনিটরিং করেছে। নিয়ন্ত্রণ কক্ষ টানা ১১ দিন পর্যন্ত চালু ছিলো। এই ব্যাপারে কেউ ভিন্ন মত পোষণ করেননি। তারপরও ফিটনেসবিহীন গাড়ি ছিল। চালকদের লাইসেন্সও সন্তোষজনক পর্যায়ে আমরা নিয়ে যেতে পারিনি।’
টাঙ্গাইলের জ্যামের প্রসঙ্গে পরিবহনমন্ত্রী বলেন, ‘টাঙ্গাইলের বেশ কিছু সময়… এর পেছনে মূলত ভুল পথে ড্রাইভিং এবং রাস্তার পাশে দীর্ঘক্ষণ গাড়ি দাঁড় করিয়ে রাখা এবং পাশের হোটেলে গিয়ে হয়তো চালক-শ্রমিকরা খাওয়ার মধ্যে ব্যস্ত ছিলো এরমধ্যেই টাঙ্গাইলে একটা বড় যানজট হয়ে যায়।’
এ ছাড়া ঈদযাত্রা স্বস্তিদায়ক হলেও সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক ছিলো বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি জানান, ‘এবার দুর্ঘটনার হার কম হলেও মৃত্যুর হার ছিলো বেশি। আর এর জন্য দায়ী, নসিমন-করিমনের মতো ছোট যানবাহন। তাই দুর্ঘটনা রোধে মহাসড়কে এসব ছোট যান নিয়ন্ত্রণে বিকল্প চিন্তা করাও হচ্ছে বলে জানান তিনি।
সংসদে যাওয়া নিয়ে বিএনপির স্ববিরোধিতা রয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আজকের বাজার/এমএইচ