চলতি বছরে প্রকাশিত লন্ডনভিত্তিক ম্যাগাজিন লয়েডস্ লিস্টে চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডেলিংয়ে ১১ ধাপ এগিয়ে ৭৬তম স্থানে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
১৯ নভেম্বর রোববার চট্টগ্রাম বন্দরে নবনির্মিত সাউথ কন্টেইনার ইয়ার্ডের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন তথ্য জানান। নৌপরিবহন মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আগের তুলনায় অনেকগুণ বেড়েছে বলেই আন্তর্জাতিক শিপিং বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম লয়েড্সে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর রেটিংয়ে ৭৬ তম স্থানে রয়েছে।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।বন্দরের গতিশীলতা আনয়ন ও অপারেশনাল কাজে দক্ষতা বৃদ্ধির জন্য ৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ইয়ার্ড।
এসময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মো: ইসরাফিল আলম, এম এ লতিফ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল উপস্থিত ছিলেন।
পরে চট্টগ্রাম বন্দরের জন্য মুক্তিযুদ্ধের মনুমেন্ট ও ৪০তলা ভবনের নকশার পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।
আজকের বাজার:এলকে/এলকে ১৯ নভেম্বর ২০১৭