আজ ১৯ ডিসেম্বর বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ টি প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা বা এজিএম রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইফাদ অটোজ লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, জিপিএইচ ইস্পাত লিমিটেড, শাশা ডেনিমস লিমিটেড, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড, সোনারগা টেক্সটাইল , হা-ওয়েল টেক্সটাইল (বাংলাদেশ) লিমিটেড, আমান ফিড লিমিটেড, কাট্টালি টেক্সটাইল লিমিটেড।
এদের মধ্যে - শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম আজ সকাল সাড়ে ১০ টায় রাজধানীর বারিধারার ডিওএইচ বারিধারা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।
ইফাদ অটোজ লিমিটেড লিমিটেডের এজিএম আজ সকাল ১১ টায় রাজধানীর পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ও ২২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।
বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের এজিএম আজ সকাল ১১ টায় রাজধানীর ইন্টারন্যাশনাল বসুন্ধরা কনভেনশন সেন্টারের ৩ নম্বর হলে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।
জিপিএইচ ইস্পাত এজিএম আজ সকাল ১১ টায় চট্টগ্রামের এস এস খালেদ রোডের চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে।
শাশা ডেনিমস লিমিটেডের এজিএম আজ সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে।
গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ এজিএম আজ সকাল ৯ টায় গাজীপুরে ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে।
প্রিমিয়ার সিমেন্ট মিলস এজিএম আজ বেলা ৩ টায় চট্ট্গামের এস.এস. খালেদ রোডের অডিটরিয়াম অব চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।
সোনারগাঁ টেক্সটাইল এজিএম আজ সকাল ১১ টায় বরিশালের বরিশাল ক্লাবে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ সুপারিশ করে নি।
হা-ওয়েল টেক্সটাইল (বাংলাদেশ) লিমিটেড এজিএম আজ সকাল সাড়ে ১০ টায় রাজধানীর গুরশান-১ এর বাড়ি-১৯,রোড-৭ এর স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।
আমান ফিড লিমিটেডের এজিএম আজ সকাল সাড়ে ১১ টায় সিরাজগঞ্জে ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে।
কাট্টালি টেক্সটাইল লিমিটেডের এজিএম আজ সকাল সাড়ে ১০ টায় ও ইজিএম সকাল ১০ চট্টগ্রামের ভাটিয়ারি গল্ফ ও কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে।
উল্লেখ্য, এজিএমে প্রতিষ্ঠানগুলোর সুপারিশকৃত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।
আজকের বাজার /মিথিলা