১১ বছর পেরিয়ে গেল। কেউ জানলো না। দীর্ঘ সময় ধরে একটি রহস্য গোপন রেখেছিলেন বলিউড অভিনেত্রী এশা দেওল। অবশেষে তার কোমরে থাকা একটি সুবিশাল ট্যাটু প্রকাশ্যে এনেছেন তিনি।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সেই ট্যাটু দেখালেন তিনি। সাদা জিন্স এবং গোলাপি ক্রপ টপ পরা একটি ছবি পোস্ট করে কোমরের ট্যাটুর ঝলক দেখিয়েছেন এই অভিনেত্রী।
২০০৯ সালে ট্যাটুটি করিয়েছেন জানিয়ে এশা ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ..আপনারা ঠিকই ভাবছেন..এটা রিয়েল, ২০০৯ সালে এই ট্যাটু করিয়েছিলাম।’
প্রসঙ্গত, সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্ম ভুটে মুক্তি পেয়েছে এশার ‘এক দুয়া’। রামকমল মুখার্জি পরিচালিত এই ছবিতে অভিনেত্রীর পাশাপাশি প্রযোজকের ভূমিকাতেও ছিলেন তিনি। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান