১১ মার্চ সিঙ্গাপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ৪দিনের সরকারি সফরে আগামী ১১ মার্চ সিঙ্গাপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার পররাষ্ট্রমন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ বলেন, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে ১১-১৪ মার্চ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দুই দেশের মধ্যে ৬টি এমওইউ চুক্তি সই হবে।

আগামী ১২ মার্চ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়া শেখ হাসিনার সম্মানে তার নামে সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনে একটি অর্কিড নামকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই সফরে সিঙ্গাপুরের প্রথম নারী রাষ্ট্রপতি হালিমা ইয়াকুবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা থাকবেন।

আজকেরবাজার/এসকে