১১ মে যাকাত মেলা শুরু

রাজধানীর গুলশানে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত দুই দিনব্যাপী যাকাত মেলা-২০১৮ শনিবার (১১ মে) শুরু হতে যাচ্ছে।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন অডিটরিয়ামে আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন বলে জানা যায়।

সাবেক মন্ত্রী লে.জে. এম নুরউদ্দিন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামি ব্যাংক কনসোর্টিয়াম ফোরামের সহ-সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুল, পরমাণু বিজ্ঞানী ড. এম শমসের আলী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোস্তফা জামান আব্বাসি, সিজেডএম চেয়ারম্যান নিয়াজ রহিম ও যাকাত ফেয়ার অর্গানাইজিং কমিটির সচিব এ এম এম নাসির উদ্দিন বক্তব্য রাখবেন।

১১ ও ১২ মে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্য়ন্ত এ মেলা চলবে। মেলায় যাকাত সংক্রান্ত মাসয়ালা ও ক্যালকুলেশনের পরামর্শ ডেস্ক, সিজেডএমের বিভিন্ন সংস্থার যাকাতভিত্তিক কর্মসূচির স্টল, মহিলাদের জন্য প্রশ্নোত্তর সেশন, আলোচনা সভা, গোল টেবিল বৈঠক, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, ইসলামি পুস্তক ও হিজাব স্টল, কুরআন তেলওয়াত, হামদ নাত ও রচনা প্রতিযোগিতার আয়োজন থাকবে।

আজকের বাজার/ এমএইচ