পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা।
এছাড়া আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৪৯ পয়সা।
এর আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো। এরমধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ১৩ মে সকাল ১০টায়। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল, ২০১৮।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৪২ দশমিক ৭২ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ১৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০ দশমিক ২১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে।
রাসেল/