পুলিশের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে।
বৃহস্পতিবার, ২৯ নভেম্বর পুলিশ জানায়, বদলিকৃত কর্মকর্তাদের বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
২৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মতিক্রমে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লিখিত পদে/স্থানে নিয়োগ/বদলি করা হলো।
আজকের বাজার/এমএইচ