পুঁজিবাজার একদিন ঊর্ধ্বমূখী হলেও পরের দুইদিন নিম্নমূখী প্রবণতা শেষ হচ্ছে । শেষ চার কার্যদিবস পর ১২ডিসেম্বর, মঙ্গলবার বাজারে উত্থান হলেও সপ্তাহের শেষ কার্যদিবস ১৩ ডিসেম্বর, বুধবার আবার পতনে চলে যায় বাজার। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনও ৬ মাস বা ১২৫ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। ডিএসই’র দেয়া তথ্যে এ পরিসংখ্যান জানা গেছে।
বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৮৬ লাখ টাকা। এর আগে ডিএসইতে চলতি বছরের ১৩ জুন ৪০০ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছিল। অর্থাৎ ডিএসইতে ১২৫ কার্যদিবস বা ৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের মতো ৩০ কোটি টাকার লেনদেন হয়েছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে দাড়িয়েছে ৬২২৪ । বুধবার ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির দর।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসই’র সব সূচক কমেছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯২২৫ পয়েন্টে।
সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।
আজকের বাজার:এসএস/১৩ডিসেম্বর ২০১৭