পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ ক্যাশ বা নগদ এবং ৩ শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ।
শনিবার কোম্পানির পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।
গত ৩০ জুন ২০১৬ শেষ হওয়া আর্থিক বছরের ৯ মাসের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
এই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩২ পয়সা। আর এনএভি দাড়িয়েছে ৩৮ টাকা ৭৫ পয়সা।
আগামী ১৫ ডিসেম্বর কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১৪ নভেম্বর, ২০১৬।