১২ ঘণ্টা পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

১২ ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু করেছে।
নাব্য সংকটের কারণে রোববার রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়। এতে দুর্ভোগ বাড়ে যাত্রী ও চালকদের। তবে স্বাভাবিক রয়েছে লঞ্চ ও স্পীডবোট চলাচল।
মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুল মমিন জানান, গেলো দুই সপ্তাহ ধরে পদ্মা নদীর লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য তীব্র আকার ধারণ করে। এতে ব্যাহত হয় এই নৌরুটে ফেরি চলাচল। নদীতে ড্রেজিং কাজ চলমান থাকায় এই রোববার রাত ৮টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সোমবার সকাল ৮টা থেকে ২১টি ফেরির মধ্যে ১১টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে প্রায় ৮ শতাধিক যানবাহন।
ফেরি চলাচল ব্যাহত হওয়ায় চাপ বেড়েছে লঞ্চ ও স্পীডবোটে। জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই পাড়ি দিচ্ছেন উত্তাল পদ্মা নদী।
আজকের বাজার/এমএইচ