সমালোচনার মুখে বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) প্রতিদিনের ম্যাচের সময় পরিবর্তন করেছে ৬ষ্ঠ আসরের পরিচালনা পর্ষদ, যা আগামী শনিবার (১২ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
নতুন সময় অনুযায়ী- শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিনের প্রথম ম্যাচ দুপুর সাড়ে ১২টার পরিবর্তে দেড়টায় শুরু হবে। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৫টা ২০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।
তবে শুক্রবারের ম্যাচগুলো পূর্বের সময় অনুযায়ী যথাক্রমে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টা শুরু হবে।
এর আগে গত কয়েকদিনে দুপুর সাড়ে ১২টায় প্রথম ম্যাচ এবং সন্ধ্যা ৫টা ২০ মিনিটে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়। যা নিয়ে ক্রিড়াপ্রেমীদের মধ্যে বাপক সমালোচনা শুরু হয়।
আজকের বাজার/এমএইচ