দেশজুড়ে বন্ধুদের একসাথে থাকার আনন্দ ধরে রাখতে স্যোশাল নেটওয়ার্কিং-ভিত্তিক ডেটা প্যাক অফার এনেছে বন্ধুদের #১ নাম্বার নেটওয়ার্ক এয়ারটেল।
অফারটির আওতায় সবচেয়ে জনপ্রিয় স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক ও ইন্সটাগ্রাম ব্যবহারের জন্য ১২ টাকায় ১৫ দিন মেয়াদী ৩জিবি ডেটা পাবেন গ্রাহকরা। *১২৩*০১২# কোডটি ডায়াল করে সেবাটি গ্রহণ করা যাবে।
এছাড়া সর্বশেষ আকর্ষণীয় কন্টেন্ট নিয়ে দেশের বৃহত্তম গেমিং প্লাটফর্ম এয়ারটেল মাইপ্লে এবং বিনোদনমূলক প্লাটফর্ম এয়ারটেল স্ক্রিন (মিউজিক ভিডিও, চলচ্চিত্র, নাটক, টিভি শো ইত্যাদি) আরো সমৃদ্ধ হয়েছে। দৈনিক ২ দশমিক ৪৪ টাকায় আকর্ষণীয় এই সেবাগুলো উপভোগ করতে পারবেন গ্রাহকরা।