১২ ডিসেম্বর টুঙ্গিপাড়া থেকে শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা শুরু: নানক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১২ ডিসেম্বর টুঙ্গিপাড়া থেকে আনুষ্ঠানিকভাবে নিজ দলের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

সোমবার, ১০ ডিসেম্বর রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শেখ হাসিনা বুধবার (১২ ডিসেম্বর) সকালে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

প্রধানমন্ত্রী নিজের সংসদীয় আসন ও কোটালীপাড়ায় আয়োজিত জনসমাবেশে বক্তব্যও দেবেন বলে জানান জানান নানক।

তিনি আরও জানান, টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার জন্য শেখ হাসিনা দেশের বিভিন্ন এলাকায় ভোট চাইতে যাবেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ