১২ ধাপ এগুলেন মুস্তাফিজ

ঢাকা টেস্টে ব্যর্থ হলেও, অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৫ উইকেট শিকার করায় আইসিসি বোলিং রেঙ্কিং-এ উন্নতি হয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। ১২ ধাপ এগিয়ে ৪৩তম স্থানে উঠে এসেছেন ফিজ। তার রেটিং এখন ৩৯০।

চট্টগ্রাম টেস্টে ৩ উইকেট নেয়া অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজের উন্নতি হয়েছে মাত্র এক ধাপ। ৫২২ রেটিং নিয়ে ২৯তম স্থানে রয়েছেন মিরাজ। ঢাকা টেস্টে ৫ উইকেট নেয়ার পর ৩০তম স্থানে উঠে আসেন তিনি।

ঢাকা টেস্টের ম্যাচ সেরা সাকিব আল হাসান, ৭০৫ রেটিং নিয়ে ১৪তম স্থানে উঠে এসেছিলেন। কিন্তু চট্টগ্রাম টেস্টে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তাই রেঙ্কিং-এ অবনতি হয়েছে তার। ৬৮২ রেটিং নিয়ে ১৭তম স্থানে নেমে গেছেন সাকিব।

চট্টগ্রাম টেস্টে ১৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা ও যৌথভাবে সিরিজ সেরা হন অস্ট্রেলিয়ার অফ-স্পিনার নাথান লিঁও। এমন নৈপুণ্যে ৯ ধাপ এগিয়ে ৭৫২ রেটিং নিয়ে রেঙ্কিং-এ অষ্টম স্থানে উঠে এসেছেন লিঁও।

আইসিসি রেঙ্কিং এ বোলারদের তালিকায় যথারীতি সবার উপরে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। তার রেটিং ৮৮৪। দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছেন যথাক্রমে ইংল্যান্ডের জেমস এন্ডারসন ও ভারতের রবীচন্দ্রন অশ্বিন।

আইসিসি টেস্ট রেঙ্কিং-এ বাংলাদেশ বোলারদের অবস্থান (শীর্ষ ১শ’র মধ্যে) :

রেঙ্কিং অনুজায়ি খেলোয়াড়  রেটিং

১৭  সাকিব আল হাসান   ৬৮২

২৯   মেহেদি হাসান মিরাজ      ৫২২

৩২  তাইজুল ইসলাম      ৪৯৪

৪৩  মুস্তাফিজুর রহমান    ৩৯০

৬৮  মাহমুদুল্লাহ রিয়াদ    ২৫৩

৮৮  রুবেল হোসেন  ১৪২

৮৯  শফিউল ইসলাম      ১৩৩

৯৩  শুভাগম হোম   ১১৮

৯৫  কামরুল ইসলাম রাব্বি     ১১৪

আজকের বাজার: সালি / ০৮ সেপ্টেম্বর ২০১৭