প্রতি বছরের ন্যায় এবারও শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক উৎসব। ১২ ফেব্রুয়ারি শুরু হয়ে উৎসব চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। উৎসবকে কেন্দ্র করে ফেসবুকে খোলা হয়েছে ইভেন্ট পেজ।
“সুস্থ চলচ্চিত্র সুস্থ দর্শক’ এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ছয় দশক ধরে বিশ্বের নানান ধারার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ চলচ্চিত্র শিল্পের প্রসারে বিশেষ অবদান রাখছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে সংসদ আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক চলচ্চিত্র উৎসব।
‘আমার ভাষার চলচ্চিত্র’ বাংলা চলচ্চিত্র প্রর্দশনীর সর্ববৃহৎ আসর, যার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বর্ণোজ্জ্বল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্রকে তুলে ধরা হয় সাধারণ দর্শকের দ্বারপ্রান্তে।”
টিএসসি মিলনায়তনে ১৭তম আসর 'আমার ভাষার চলচ্চিত্র ১৪২৪’ এর আয়োজন করা হয়েছে। এতে দুই বাংলার ধ্রুপদী ও সমসাময়িক চলচ্চিত্র প্রদর্শিত হবে। শিগগিরই জানানো হবে চলচ্চিত্রের নাম ও প্রদর্শন সূচি।
আজকের বাজার: সালি / ৩১ জানুয়ারি ২০১৮