১২ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণ করলে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করেছে ভারতের মধ্যপ্রদেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই অধ্যাদেশ পাস হয়।
শনিবার মন্ত্রিসভার ওই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন এই বিধানের বিষয়টি প্রস্তাব করা করা হলে তা গৃহীত হয়।
সংশোধিত আইনে বলা হয়েছে, ১২ বছরের মেয়ে বা তার চেয়ে কম বয়সী শিশুদের ধর্ষণ করা হলে তার সাজা হবে মৃত্যুদণ্ড অথবা ১৪ বছরের জেল বা যাবজ্জীবন কারাদণ্ড।
এছাড়াও আইনে বলা হয়েছে কোনো ১২ বছরের মেয়ে বা তার কম বয়সী মেয়েকে গণধর্ষণ করা হলে তার নূন্যতম সাজা ২০ বছরের কারাবাস হবে। শুধু তাই নয়, আইনে কোনো মহিলাকে ধাওয়া করে হেনস্থা, বিয়ের আগে সঙ্গমসহ কোনো মহিলার পোশাক টেনে হেনস্থার বিষয়েও সাজা ঘোষণার কথা বলা হয়েছে।
সাম্প্রতিক সময়ে ভারতের কাঠুয়া, উন্নাও এবং সুরাতসহ বিভিন্ন জায়গা ধর্ষণ, গণধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল।চারদিক থেকে ধষর্ণ আইন সংশোধনের দাবি উঠছিল।
অবশেষে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করলো মোদির সরকার।
আরজেড/রাজিবী