সিলেটে ১২ বছর পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ৩৫ বছর বয়সী আতিক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আতিক গোলাপগঞ্জ উপজেলার খালপাড় গ্রামের মোবারক আলীর ছেলে।
পুলিশ জানায়, ২০০৬ সালে গোলাপগঞ্জে একটি হত্যা মামলায় ২০০৯ সালের ২০ মে আতিক মিয়াকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
সিলেট জেলার এডিশনাল এসপি (সদর ও গণমাধ্যম) মো. লুৎফর রহমান বলেন, দীর্ঘ প্রায় ১২ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আতিককে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ওই মামলায় সাজাপ্রাপ্ত আসামিসহ পরোয়ানাভুক্ত সব আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান