১৩৯ বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘ পদক

বিদেশে শান্তি রক্ষার কাজে অসামান্য অবদান এবং পেশাদারিত্ব প্রদর্শনের জন্য পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ)-এর ১৩৯ জন সদস্যকে জাতিসংঘের পদকে ভূষিত করা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালির রাজধানী বামাকোতে অবস্থিত ইউনাইটেড ন্যাশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালি (এমআইএনইউএসএমএ) অপারেশনাল বেজে এই পদক প্রদান অনুষ্ঠিত হয়। প্রত্যেক সদস্যকে এক বছর মিশন করার পরে এই প্যারেড মেডেল দেওয়া হয়।

এ সময় জাতিসংঘ মহাসচিবের উপ-বিশেষ প্রতিনিধি কোয়েন দাভিদসে, এমআইএনইউএসএমএ পুলিশ কম্পোনেন্টের উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জঁ ফ্রেদেরিক সিলিয়খ, বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এস/